Rajkumarsarker 7 bulan lalu
আপনার ভিডিওর প্রথম সমস্যা হল লাইটিং ভালো না। দ্বিতীয় সমস্যা হলেও ক্যামেরা ভালো না। তৃতীয় সমস্যা হল সাউন্ড ঠিক নাই। চেহারা ভালোভাবে দেখা যায় না। ভিডিও করলে করার মত। মেয়ের মুখ চুল দিয়ে সব সময় ঢাকা থাকে। ক্যামেরা টিক টক লাইট ব্যবহার করলে ভিডিও ভালো হবে। আর আপনার রুমের লাইটিং ভালো না কালারিং লাইট। সাদা কোন লাইট হলে ভিডিও ভালো দেখা যাবে এবং ক্লিয়ার হবে। আপনি 4k2160 ভিডিও বানান এবং সাউন্ড এবং রুমের লাইট সব ঠিকঠাক করে ভিডিও করেন তাহলে আরো ভালো হবে। আমি আপনার প্রত্যেকটি ভিডিও দেখেছি।
Balas